WBBSE | MADHYAMIK LAST TIME GEOGRAPHY SUGGESTION 2020 / মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২০
প্রতিটি প্রশ্নের মান-২/৩/৫
-: প্রথম অধ্যায় :-
: সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. হিমশৈল কী ?
2. বার্গশ্রুন্ড কী ?
3. এসকার কাকে বলে ?
4. লোয়েশ কী ?
: ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. গিরিখাত ও ক্যানিয়নের সৃষ্টি হয় কেন ?
2. নদীর গতিসমূহের বিবরন দাও।
3. ইনসেলবার্জ ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখ ।
4. বার্খান ও সিফ বালিয়াডির মধ্যে পার্থক্য লেখ ।
: রচনাধর্মী প্রশ্ন :-
1. নদীর বিভিন্ন পদ্ধতিতে কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের কার্যকারন সম্পর্ক বিশ্লেসন করো ।
2. নদীর ক্ষয়কাজেরে ফলে সৃষ্টি ভূমিরূপগুলির ব্যাখ্যা দাও ।
3. হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করো ।
4. বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো ।
5. বায়ুর বিভিন্ন পদ্ধতিতে কাজের ফলে সৃষ্টি ভূমিরূপের কার্যকারন সম্পর্ক বিশ্লেষন করো ।
6. হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির ব্যাখ্যা দাও ।
-: দ্বিতীয় অধ্যায় :-
: সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. টীকা লেখ-সমবর্ষন রেখা ,পরিচলন বৃষ্টিপাত ,বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদান ,বিষমমন্ডল ,শান্তমন্ডল ,
পৃথিবীর অ্যালবেডো ,পরিচলন পদ্ধতি ,বিশ্বউষ্ণায়ন ।
2. দৈনিক উষ্ণতার প্রসর কী ?
3. তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট লেখ ।
4. নিরক্ষিয় শান্তবলয় কাকে বলে ?
5. I.T.C.Z কাকে বলে ?
: ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. বৈপরীত্য উষ্ণতা কীভাবে ঘটে ?
2. অশ্ব অক্ষাংশের ব্যাখ্যা দাও ।
3. মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো ।
4. বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয় কীভাবে হয় ?
5. পৃথিবীর বায়ুমন্ডল কীভাবে উত্তপ্ত হয় ?
6. ফেরেলের সূত্রটির ব্যাখ্যা দাও ।
: রচনাধর্মী প্রশ্ন :-
1. বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর ।
2. বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ সংক্ষেপে বর্ণনা কর ।
3. বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটছে এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা কর ।
4. পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে লেখ ।
5. পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কে আলোচনা কর ।
6. পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলগুলির বৈশিষ্ট আলোচনা কর ।
7. ঘূর্নবাত প্রতীপ ঘূর্নবাতের মধ্যে পার্থক্য লেখ ।
-: তৃতীয় অধ্যায় :-
: সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. টীকা লেখ-সমুদ্রস্রোত ,সমুদ্রতরঙ্গ,ষাঁড়াষাঁড়ির বান ।
2. উষ্ণ স্রোত ও শীতল স্রোত কী ?
3. মুখ্য জোয়ার ও ভরা কোটাল বলতে কী বোঝ ?
4. সমুদ্রস্রোতের দিকবিক্ষেপ কীভাবে ঘটে ?
5. জোয়ার ভাটা কাকে বলে ?
: ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. সিজিগি অবস্থান বলতে কী বোঝ ?
2. পৃথিবীর কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন ?
3. নদীতে বান ডাকা কীভাবে ঘটে ?
4. শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?
5. টীকা লেখ-উষ্ণস্রোত ,কোরিওলিস বল ,বানিজ্যিক মৎস্যক্ষেত্র ।
: রচনাধর্মী প্রশ্ন :-
1. জোয়ার-ভাটার ফয়ালফলগুলি আলোচনা কর ।
2. জোয়ার-ভাটা সৃষ্টির কারনগুলি আলোচনা কর ।
3. সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ এর মধ্যে পাঁচটি পার্থক্য লেখ ।
-: চতুর্থ অধ্যায় :-
: সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. জলদূষন কাকে বলে ?
2. বর্জ্য ব্যবাস্থাপনা কাকে বলে ?
3. বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝ ?
4. বর্জ্যের পুনর্নবীকরন কীভাবে করা যায় ?
5. জৈব ভঙ্গুর বর্জ্য কী ?
: ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন :-
1. পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব ব্যাখ্যা কর ।
2. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর ।
3. বর্জ্য প্রিথকিকরনের গুরুত্ব কী ?
4. কম্পোস্টিং পদ্ধতির ব্যাখ্যা দাও ।
5. টীকা লেখ-উষ্ণস্রোত ,কোরিওলিস বল ,বানিজ্যিক মৎস্যক্ষেত্র ।
: রচনাধর্মী প্রশ্ন :-
1. বর্জ্য নিয়ন্ত্রনের পদ্ধতিগুলি সম্মন্ধে যা জান লেখ ।
2. বর্জ্য ব্যবস্থাপনার প্রধান পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো ।
3. ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা কর ।
pdf -ফাইলটি ডাউনলোড করুন :- MADHYAMIK GEOGRAPHY FINAL SUGGESTION1
Today, this is considered one of the best for you to drive enormous traffic
as part of your website. You also have choice of hiring ghostwriters from various freelancing sites. https://918kiss.host/downloads